Solution
Correct Answer: Option C
Microsoft windows একটি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম এমন একটি সফটওয়্যার, যা কম্পিউটারের কার্যব্যবস্থা নিয়ন্ত্রণ করে। গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেমগুলো হলো- MS DOS, OS/2, MS, Windows NT ইত্যাদি। ১৯৮০ এর দশকে বিল গেটস Microsoft windows তৈরি করেন এবং ১৯৯০ সালে এটি কম্পিউটারে প্রথম ব্যাবহার করেন।