পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়?

A মসুল শহরে

B চৈনিক সভ্যতায়

C ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে

D ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষ

Solution

Correct Answer: Option C

ব্যাবিলনীয় সভ্যতা
ব্যাবিলনীয় সভ্যতার স্বর্ণযুগ হিসেবে রাজা হাম্মুরাবির শাসনামলকে বিবেচনা করা হয়।
এই সভ্যতার উল্লেখযোগ্য অবদানগুলো হলো:
• আইন: ব্যাবিলনীয়দের সবচেয়ে বড় অবদান ছিল আইন প্রণয়ন।
• তাঁদের আইন "হাম্মুরাবির আইন" নামে পরিচিত ছিল এবং এটিই পৃথিবীর প্রথম লিখিত আইন।
• পঞ্জিকা: এরাই সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে।
• মানচিত্র: পৃথিবীর প্রাচীনতম মানচিত্র ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে পাওয়া যায়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions