একজন গ্রাহক ১৮ মাসের জন্য ১২% বার্ষিক হারে ১৫,০০০ টাকা ঋণ নেন। সরল সুদ কত হবে?
Solution
Correct Answer: Option B
সরল সুদের সূত্র:
সুদ = (মূলধন × হার × সময়) ÷ ১০০
এখানে,
মূলধন = ১৫,০০০ টাকা
হার = ১২% বার্ষিক
সময় = ১৮ মাস = ১.৫ বছর
সুতরাং,
সুদ = (১৫,০০০ × ১২ × ১.৫) ÷ ১০০
সুদ = (২৭০,০০০) ÷ ১০০
সুদ = ২,২৫০ টাকা