The chef asked him to ______ the shallots with great precision.
Solution
Correct Answer: Option E
- প্রশ্নে বলা হয়েছে, শেফ তাকে খুব যত্ন সহকারে shallots (এক ধরণের পেঁয়াজ) কাটতে বলেছেন।
- Mince শব্দের অর্থ হলো খুব ছোট ছোট টুকরো করে কাটা। সুতরাং, shallots কাটার ক্ষেত্রে mince করা সবচেয়ে প্রাসঙ্গিক কাজ।
- অন্য অপশনগুলো যেমন chomp (বড় বড় কামড় দিয়ে খাওয়া), gurney (রোগী বহন করার ট্রলি), yelp (চিৎকার করা), এবং sulk (অভিমান করে থাকা) এর কোনোটিই shallots কাটার সাথে সম্পর্কিত নয়।
সুতরাং, সঠিক উত্তর: mince।