"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি" গানটির সুরকার কে?

A নজরুল ইসলাম বাবু

B আপেল মাহমুদ

C গোবিন্দ হালদার

D কামরুল হাসান

Solution

Correct Answer: Option B

- আপেল মাহমুদ ১৯৬০-এর দশকে তার কর্মজীবন শুরু করেন।
- তিনি প্রথমে চট্টগ্রামের বিভিন্ন রেডিও স্টেশনে গান গাইতেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি একজন জনপ্রিয় দেশাত্মবোধক গায়ক হয়ে ওঠেন।
- তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন দেশাত্মবোধক গানে কণ্ঠ দেন।
- এই গানের মধ্যে "মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি", "আমার ভাইয়ের রক্তে রাঙানো", "জয় বাংলা" ইত্যাদি উল্লেখযোগ্য।

- 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার- গোবিন্দ হালদার।
- এই গানটির সুরকার হলেন- আপেল মাহমুদ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions