Solution
Correct Answer: Option A
- "Passenger" শব্দটির বাংলা অর্থ "যাত্রী"।
- এই শব্দটি ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত একটি শব্দ যা সাধারণত মানুষ বা যাত্রী বহনকারী গাড়ি, ট্রেন, বিমান ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
অপশনগুলো (Pasanger, Pesanger, Pessanger) ভুল বানান এবং ইংরেজি ভাষায় এ ধরনের কোনো শব্দ নেই।