'বৈসাবি' কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উৎসব?
Solution
Correct Answer: Option A
- পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের জন্য বৈসাবি হলো অন্যতম বড় উৎসব।
- বাংলা বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন মিলে এই তিন দিন ধরে তারা বর্ষবরণ উৎসব পালন করে।
- বৈসু: ত্রিপুরা সম্প্রদায় এই উৎসবকে বৈসু বলে।
- সাংগ্রাই: মারমা সম্প্রদায় সাংগ্রাই নামে এই উৎসব পালন করে।
- বিজু: চাকমা সম্প্রদায় বিজু নামে এই উৎসবকে অভিহিত করে।
এই তিনটি নামের সংক্ষিপ্ত রূপ হিসেবেই বৈসাবি শব্দটি এসেছে।