Solution
Correct Answer: Option A
- শব্দের তীব্রতা পরিমাপের একককে ডেসিবেল বলে।
- ডেসিবেল স্কেল ব্যবহার করে শব্দের তীব্রতা মাপা হয়।
- গ্রাহাম বেল ডেসিবেল একক প্রবর্তন করেন।
- মানুষ সর্বোচ্চ ১০৫ ডেসিবেল পর্যন্ত শব্দের তীব্রতা সহ্য করতে পারে।
- এর চেয়ে বেশি হলে মানুষ বধির হতে পারে।
- মানুষের স্বাভাবিক শ্রবণসীমা ৬০-৬৫ ডেসিবেল।