Solution
Correct Answer: Option D
- অটোয়া হচ্ছে কানাডার রাজধানী, যা দেশটির অন্টারিও প্রদেশে অবস্থিত।
- ১৯৯৭ সালে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি 'অটোয়া চুক্তি' এ শহরে স্বাক্ষরিত হয়।
- মন্ট্রিল কানাডার একটি শহর এবং ১৯৮৭ সালে এ শহরের ওজোন স্তর রক্ষা বিষয়ক 'মিন্ট্রল প্রটোকল' স্বাক্ষরিত হয়।
- আর টরেন্টো কানাডার সবচেয়ে জনবহুর শহর এবং পর্যটকদের জন্য আকর্ষনীয় স্থান।
- অন্যদিকে ভ্যানকুভার কানাডার চলচ্চিত্র শিল্প শহর এবং দেশটির সর্ববৃহৎ সমুদ্র বন্দর।