'বিদ্যালয় ' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
Solution
Correct Answer: Option A
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, অ-কার কিংবা আ- কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ- কার হয়; আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন:
- বিদ্যা+আলয় (আ+আ = আ)= বিদ্যালয়;
- মহা+আশয় = মহাশয়।