Solution
Correct Answer: Option B
বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যের বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন– যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি। তেমনি কয়েকটি কর্মধারয় সমাসের উদাহরণ হলো– যে চালক সেই চতুর = চালাক-চতুর; যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব; যিনি লাট তিনিই সাহেব = লাটসাহেব।
কর্মধারয় সমাসের প্রকারভেদ
কর্মধারয় সমাস কয়েক প্রকার হতে পারে। যেমন:
ক) সাধারণ কর্মধারয়,
খ) মধ্যপদলোপী কর্মধারয়,
গ) রূপক কর্মধারয়,
ঘ) উপমান কর্মধারয় ও
ঙ) উপমিত কর্মধারয়।