'বাবা  আমাকে  একটি কলম কিনে দিয়েছেন ।'ইহা কোন কারক ?

A কর্মকারক

B করণ কারক

C সম্প্রদান কারক

D কর্তৃকারক

Solution

Correct Answer: Option A

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক। যেমন: বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে যদি প্রশ্ন করা হয়, বাবা কাকে কলম কিনে দিয়েছেন? তাহলে উত্তর পাই ‘আমাকে’। সুতরাং, ‘আমাকে’ হলো কর্মকারক। অথবা,

কর্মকারক ২ প্রকার। যথা: মুখ্য কর্ম ও গৌণ কর্ম।
সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক এবং গৌণ কর্ম প্রাণিবাচক হয়। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions