Solution
Correct Answer: Option C
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমন: সৎপাত্রে কন্যা দান করিও। প্রদত্ত উদাহরণে সৎপাত্রকে স্বত্ব ত্যাগ করে কন্যা দান করা হয়েছে এবং ‘সৎপাত্রে’ এর সাথে সপ্তমীর ‘এ’ বিভক্তি (সৎপাত্র+এ = সৎপাত্রে) যুক্ত হয়েছে। সুতরাং, এটি সম্প্রদান কারকে ৭মী বিভক্তি