Solution
Correct Answer: Option B
সাধারণত তৃষ্ণা মিটিয়ে পান করা অর্থে drink ব্যবহৃত হয় ।অন্যদিকে সতেজতা/ নিরাময়ের জন্য যা গ্রহণ করা হয় সেক্ষেত্রে take ব্যবহৃত হয় ।যেমন tea,coffee,medicine ,সুতরাং 'আমি চা পান করি না' বাক্যটির ইংরেজি অনুবাদ -I do not take tea