A United Nations Development Program
B United Nations Develop Program
C Unite Development Program
D United National Development Program
Solution
Correct Answer: Option A
- এটি জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে । নিউইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত ।
- বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলাের উন্নয়নে সহায়তা করা ইউএনডিপি র প্রধান কাজ ।
- এই প্রতিষ্ঠানটি প্রধানত ৬ টি ক্ষেত্র নিয়ে কাজ করে যথা : গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা ; দারিদ্র্য দূরীকরণ ; সংকট মােকাবিলা ; পরিবেশ ও এনার্জি সংরক্ষণ ; তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং এইচআইভি (HIV) ও এইডস (AIDS) ।
- ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি সহায়তা করে আসছে ।