Solution
Correct Answer: Option A
- উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের জোট BRICS.
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর সদস্য দেশগুলির আদ্যাক্ষর নিয়ে BRICS নামকরণ করা হয়।
- এর বর্তমান সদস্য ১০ (ব্রাজিল,রাশিয়া,ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব)
- BRICS জোটের কোন সদর দপ্তর নেই কিন্তু ২০১৪ সালে New BRICS জোটের উদ্যোগে Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালে এটি কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর চীনের সাংহাই-এ অবস্থিত।