লয়া জিরগা হলো-

A মুসলমানদের একটি পবিত্র স্থান

B ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান

C আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ

D তিব্বতের আধ্যাত্মিক নেতা

Solution

Correct Answer: Option C

আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায় , সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ 'লয়া জিরগা' ( Loya Jirga ) । 
- আফগানিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম 'ন্যাশনাল অ্যাসেম্বলি ' ( National Assembly ) । 
- নিম্নকক্ষের নাম 'ওলেসি জিরগা' (ইংরেজিতে House of the People) এবং 
- উচ্চকক্ষের নাম 'মেশারানো জিরগা' (ইংরেজিতে House of Elders) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions