বর্গের কোন কোন বর্ণ মহাপ্রাণ ধ্বনির দৃষ্টান্ত ?

A তৃতীয় বর্ণ

B দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

C প্রথম ও দ্বিতীয় বর্ণ

D দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

Solution

Correct Answer: Option B

যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি । বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ বা ধ্বনিকে বলা হয় মাহপ্রাণ ধ্বনি। যেমন - খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ ইত্যাদি। বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ ধ্বনি এবং পঞ্চম বর্ণ হলো নাসিক্য ধ্বনি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions