অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর ।
- তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে 'রায়গুণাকর 'উপাধি দেন ।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে 'অন্নদামঙ্গল কাব্য' রচনা করেন ।
- অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত। যেমনঃ শিবনারায়ণ, কালিকামঙ্গল, মানসিংহ-ভবানন্দ খণ্ড
- ভারতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হিসেবে পরিচিত ।