Solution
Correct Answer: Option A
খলিফা মামুন ছিলেন আব্বাসীয় খলিফাদের একজন গুরুত্বপূর্ণ শাসনকর্তা, যিনি প্রধানত বাগদাদ শহরের শাসনভার সামলেছেন। বাগদাদ ছিল আব্বাসীয় খলিফাতের রাজধানী এবং ইসলামী স্বর্ণযুগের একটি কেন্দ্রবিন্দু। তাই খলিফা মামুন বাগদাদের শাসনকর্তা হিসেবে পরিচিত। অন্য অপশনগুলো (দানেস্ক, সিরিয়া, ইরান) তার শাসনকর্তার এলাকার অন্তর্গত ছিল না।