কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৩০,৪০ ও ৫০ দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ৫ অবশিষ্ট থাকবে?
Solution
Correct Answer: Option A
৩০ ,৪০ ও ৫০ এর ল সা গু এর সাথে ৫ যোগ করা হলে প্রাপ্য যোগফলই নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা।
৫।৩০,৪০,৫০
_______________________
২।৬,৮,১০
__________________
৩,৪,৫
∴ নির্ণেয় ল.সা.গু =৫×২×৩×৪×৫=৬০০
∴ নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা =৬০০+৫=৬০৫