'সাবাস বাংলাদেশ ' ভাস্কর্যটি বাংলাদেশের কথায় অবস্থিত?

A ঢাকার টিএসসি মোড়ে

B ঢাকা বিশ্ববিদ্যালয়ে

C রেসকোর্স ময়দানে

D রাজশাহী বিশ্ববিদ্যালয়

Solution

Correct Answer: Option D

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে নিতুন কুণ্ডু কর্তৃক নির্মিত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য 'সাবাস বাংলাদেশ' ।
উল্লেখযোগ্য ভাস্কর্য:
» মতিঝিলের - ‘বলাকা’
» এয়ারপোর্ট গোল চত্বরের - ভাস্কর্য,
» প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে - ‘রত্নদ্বীপ’,
» হোটেল শেরাটনের সামনে - ‘রাজসিক’,
» পরীবাগ মোড়ে - ‘জননী ও গর্বিত বর্ণমালা’,
» সাতরাস্তায় - ‘ময়ূর’,
» নৌ সদর দপ্তরের সামনে - ‘অতলান্তিকে বসতি’ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions