'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো -

A উম্য

B উমো

C ইয়ো

D উয়ো

Solution

Correct Answer: Option D

- ঙ অর্ধস্বরবর্ণ না তাই এর উচ্চারণ ‘উয়/উঁয়ো/উমা না হয়ে হবে ব্যঞ্জনঘেষা উয়ো হবে।
- ঙ শব্দের শুরুতে বসে না।
- ঙ ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃতর উচ্চারিত হতে পারে।
- যেমন: ঙ  এর উচ্চারণ উয়ো কিন্তু ব্যবহারিক উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions