Solution
Correct Answer: Option D
ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা : জহিরউদ্দীন মুহম্মদ বাবর ( (১৫২৬-১৫৩০) )
- বাবর জাতিতে : তুর্কি
- বাবরের পৈতৃক নিবাস : পরগানা (আফগানিস্তান)
- বাবরের জন্ম বাবর : পরগনার আন্দিজান শহরে, ১৪৮৩ সালে।
- সিংহাসন আরোহন করেন : ১২ বছর বয়সে (পরগনার সিংহাসন)
- বাবর দিল্লীর সিংহাসনে বসেন : ১৫২৬ সালের ফেব্রুয়ারি মাসে
- ভারতবর্ষে কামানের ব্যবহার করেন : বাবর (ভারতবর্ষে প্রথমবারের মতো)
- বাবর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম (মোঘল শাসকদের মধ্যে তিনি প্রথম আত্মজীবনী লিখেন) : তুযুক-ই-বাবর/বাবুর নামা (তুর্কি/চাঘাতাই ভাষায় লিখিত)। এ জীবনী লিখতে তাকে উৎসাহিত করেন কবি মীর আলিশির নাভাই
- বাবর মারা যান : ১৫৩০ খ্রি: সমাহিত করা হয়- কাবুলে