তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৫৫ টাকা। ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?
A ১৬ টাকা
B ২০ টাকা
C ১২ টাকা
D ১৮ টাকা
Solution
Correct Answer: Option A
৬টি পেন্সিলের দাম ৩০ টাকা
১টি পেন্সিলের দাম ৩০/৬ টাকা
= ৫ টাকা
৩টি পেন্সিলের দাম ৫ × ৩ টাকা
= ১৫ টাকা।
এখন, তিনটি পেন্সিলের দাম ১৫ টাকা হলে পাঁচটি কলমের দাম = (৫৫ - ১৫) টাকা = ৪০ টাকা।
৫টি কলমের দাম ৪০ টাকা।
১টি কলমের দাম ৪০/৫ টাকা
= ৮ টাকা
∴ ২টি কলমের দাম ৮ × ২ টাকা
= ১৬ টাকা