বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে?
A জ্যা
B ব্যাস
C পরিধি
D বৃত্তচ্চাপ
Solution
Correct Answer: Option C
- বৃত্তের দৈর্ঘ্য কে পরিধি বলে।
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
- বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি = 2πr