'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ কী?

A আশার আলো

B একমাত্র বোন

C একমাত্র সন্তান

D অন্ধকারের প্রদীপ

Solution

Correct Answer: Option C

• 'শিব রাত্রির সলতে' বলতে বুঝায়- পিতা মাতার এক মাত্র জীবিত সন্তান , এক মাত্র সন্তান, এক মাত্র অবলম্বন, একমাত্র বংশধর।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
- শাকের তেলে মাছ ভাজা - পরে পরে কার্যোদ্ধার
- ঘাটের মরা - অতি বৃদ্ধ
- সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয় -গড্ডলিকা প্রবাহ
- শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী
- ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি
- গাছপাথর অর্থ : হিসাব নিকাশ
- রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)
- চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
- ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার
- রাবণের চিতা : চির অশান্তি
- ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয়
- গোঁফ খেজুরে : নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions