একটি শ্রেণিতে ৩০ জন ছাত্রের মধ্যে ১৮ জন গণিতে ও ১২ জন বিজ্ঞানে ভালো। উভয় বিষয়ে ভালো ৭ জন। এই শ্রেণিতে কেউই ভালো না এমন ছাত্রের সংখ্যা কত?
Solution
Correct Answer: Option C
ধরি,
গণিতে ভালো ছাত্র = ১৮
বিজ্ঞানে ভালো ছাত্র = ১২
উভয় বিষয়ে ভালো ছাত্র = ৭
মোট ছাত্র = ৩০
যারা কমপক্ষে এক বিষয়ে ভালো, তাদের সংখ্যা হবে:
= (গণিতে ভালো) + (বিজ্ঞানে ভালো) - (উভয়ে ভালো)
= ১৮ + ১২ - ৭ = ২৩
অতএব, যারা কোনও বিষয়ে ভালো না, তাদের সংখ্যা:
= মোট ছাত্র - কমপক্ষে এক বিষয়ে ভালো
= ৩০ - ২৩ = ৭