২০২২-সাফ মহিলা ফুটবল চ্যাম্পীয়নশীপে বাংলাদেশ নেপালকে কত গোলে হারিয়েছিল?
Solution
Correct Answer: Option B
বাংলাদেশ নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ হয়েছে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা যাচ্ছে বাংলাদেশের ঘরে। এমন স্মরণীয় জয়ে শামসুন্নাহার করেছেন প্রথম গোল। পরের দুটি কৃষ্ণা রানী সরকারের। এই দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। সাবিনা খাতুন ৮টি গোল করে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোর্সঃ মাইএক্সামিনার সাম্প্রতিক বাটন।