ডেঙ্গু রোগে আক্রান্ত হলে রক্তের কী কমে যায়?

A শ্বেত কণিকা

B লোহিত কণিকা

C অণুচক্রিকা

D অ্যালবুমিন

E কোনটি নয়

Solution

Correct Answer: Option C

- এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা ডেঙ্গু রোগ ছড়ায়।
- এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে।
- এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে ডেঙ্গু ছড়ায়।
- অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়।
- আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রক্তের অণুচক্রিকা (প্লেটলেট) পরিবর্তন হয় সবচেয়ে বেশি । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions