Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে খুলনা একটি উল্লেখযোগ্য বিভাগ, যা দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত।
- এ বিভাগের আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার।
- খুলনা শহর এই বিভাগের সদর দপ্তর এবং এটি দেশের তৃতীয় বৃহত্তম শহর (ঢাকা ও চট্টগ্রামের পরে)।
- এর সীমানা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা ও বরিশাল বিভাগ এবং দক্ষিণে সুন্দরবন ও বঙ্গোপসাগর।
- খুলনা বিভাগে উপজেলা আছে ৫৯টি।
খুলনা বিভাগে ১০টি জেলা রয়েছে:
১. কুষ্টিয়া
২. খুলনা
৩. চুয়াডাঙ্গা
৪. ঝিনাইদহ
৫. নড়াইল
৬. বাগেরহাট
৭. মাগুরা
৮. মেহেরপুর
৯. যশোর
১০. সাতক্ষীরা