চর্যাপদে সবচেয়ে বেশি পদ করেন কে?
A লুইপা
B শরপা
C কাহ্নপা
D ভুসুকুপা
Solution
Correct Answer: Option C
কাহ্নপাকে চর্যাপদের প্রধান কবি বলা হয়। চর্যাপদের কবিদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি। সম্প্রদায়গতভাবে ব্রাহ্মণ হলেও সহজিয়া মতের দীক্ষা নিয়ে সিদ্ধাচার্য্য ও মণ্ডলাচার্য উপাধিতে ভূষিত হন তিনি।