Solution
Correct Answer: Option B
হাইফা বন্দর হল ইসরাইলের তিনটি প্রধান বৃহত্তম আন্তর্জাতিক সমুদ্রবন্দরের মধ্যে একটি, অন্য দুটি হল আশদোদ বন্দর এবং ইয়ালাত বন্দর। হাইফা বন্দরটি হাইফা শহরের কেন্দ্রস্থল উপকূলে উত্তরে ভূমধ্যসাগরের উত্তরে অবস্থিত এবং নগরটির কেন্দ্রীয় তীর বরাবর প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।