ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের-
A পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর
B পরিসীমা অপেক্ষা বৃহত্তর
C পরিসীমার সমান
D পরিসীমার অর্ধেকের চেয়ে ক্ষুদ্রতর
Solution
Correct Answer: Option A
ত্রিভুজের কয়েকটি উপপাদ্যঃ
- ত্রিভুজের ভূমির বিপরীত দিকের বিন্দুর নাম হল শীর্ষবিন্দু।
- ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও পরস্পর সমান।
- ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান।
- কোন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য তার পরিসীমার সমান।
- কোন ত্রিভুজের মধ্যমা তিনটির সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর।