কারক ও বিভক্তি নির্ণয় করঃ পাপে বিরত হও

A কর্মে ৭মী

B অধিকরণে ৫মী

C অপদানে ৭মী

D করণে ৫মী

Solution

Correct Answer: Option C

যা থেকে কিছু বিচ্যুৎ, গৃহীত, জাত, বিরত, দূরিভূত এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদানে বলে।
যেমনঃ
  -বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা । 
  -লোকমূখে শুনেছি । 
  -তিলে তৈল হয়।
  -‘খনিতে সোনা পাওয়া যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions