'আকাশে চাঁদ উঠেছে ' কোন কারক?

A কর্ম কারক

B অধিকরণ কারক

C অপাদান কারক

D করণ কারক

Solution

Correct Answer: Option B

ক্রিয়া সম্পাদনের কাল ও আধারকে অধিকরণ কারক বলে ।
অধিকরণ কারক ৩ প্রকার: কালাধিকরণ, আধারাধিকারণ, ভাবাধিকরণ ।

উল্লিখিত বাক্যের আকাশে হলো আধারাধিকরণ কারকের ঐকদেশিক অংশে পড়ে ।
এরকম আরো কিছু উদাহরণঃ
   -পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)।
   -বনে বাঘ আছে । (বনের যে কোনো এক অংশে) ।
   -তিলে তৈল আছে (তিলের সারা অংশব্যাপী)।
   -আকাশে চাঁদ উঠেছে (আকাশের কোনো এক অংশে) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions