একটি ত্রিভুজের দু'টি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° । ত্রিভুজটি কোন ধরণের?
A সমবাহু
B সমকোণী
C স্থূলকোণী
D সমদ্বিবাহু
Solution
Correct Answer: Option B
ত্রিভুজের তিনকোণের সমষ্টি দুই সমকোণ। ত্রিভুজের যেকোণ একটি কোন ৯০° হলে ত্রিভুজটি সমকোণ।
ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাপ = ১৮০° - (৫৫ + ৩৫)° = ৯০°
অতএব, ত্রিভুজটি সমকোণী