একটি ত্রিভুজের দু'টি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° । ত্রিভুজটি কোন ধরণের?

A সমবাহু

B সমকোণী

C স্থূলকোণী

D সমদ্বিবাহু

Solution

Correct Answer: Option B

ত্রিভুজের তিনকোণের সমষ্টি দুই সমকোণ। ত্রিভুজের যেকোণ একটি কোন ৯০° হলে ত্রিভুজটি সমকোণ। 
ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাপ = ১৮০° - (৫৫ + ৩৫)° = ৯০°

অতএব, ত্রিভুজটি সমকোণী

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions