অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?

A রোগীর তো যায় যায় অবস্থা।

B কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগল।

C কে কে যাবে দোকানে?

D নদী বয়ে চলে ধীরে ধীরে।

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- অব্যয় পদ হলো সেই সব পদ যার কোনো লিঙ্গ, বচন, পুরুষ বা বিভক্তি পরিবর্তন হয় না।
- বাক্যে যখন কোনো অব্যয় শব্দ দুইবার ব্যবহার করে আবেগ, অনুভূতি, আধিক্য বা পৌনঃপুনিকতা (বারবার ঘটা) বোঝানো হয়, তখন তাকে অব্যয়ের দ্বিরুক্তি বলা হয়।
- যেমন: 'হায় হায়', 'ছি ছি', 'বার বার' ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions