Europol-এর সদরদপ্তর নিম্নের কোন শহরে অবস্থিত?
Solution
Correct Answer: Option A
- Europol, অর্থাৎ European Union Agency for Law Enforcement Cooperation, এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- হেগের 'ইন্টারন্যাশনাল জোন' এলাকায় Europol-এর সদর দপ্তর ও সম্মেলন কেন্দ্র রয়েছে, যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তার ওপর কাজ করে।
- Europol ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করে। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অপরাধের তথ্য বিনিময় ও সমন্বয় করে থাকে।
- Europol-এর অফিসিয়াল ঠিকানাও হেগেই (Eisenhowerlaan 73, 2517 KK The Hague, Netherlands)।
- এটি ইউরোপের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করে, যাদের লক্ষ্য হলো সন্ত্রাসবাদ, মাদক পাচার, মানব পাচার, সাইবার অপরাধ ইত্যাদি মোকাবেলা করা।