Europol-এর সদরদপ্তর নিম্নের কোন শহরে অবস্থিত?

A হেগ

B ভিয়েনা

C জেনেভা

D রোম

Solution

Correct Answer: Option A

- Europol, অর্থাৎ European Union Agency for Law Enforcement Cooperation, এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- হেগের 'ইন্টারন্যাশনাল জোন' এলাকায় Europol-এর সদর দপ্তর ও সম্মেলন কেন্দ্র রয়েছে, যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তার ওপর কাজ করে।
- Europol ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করে। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অপরাধের তথ্য বিনিময় ও সমন্বয় করে থাকে।
- Europol-এর অফিসিয়াল ঠিকানাও হেগেই (Eisenhowerlaan 73, 2517 KK The Hague, Netherlands)।
- এটি ইউরোপের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করে, যাদের লক্ষ্য হলো সন্ত্রাসবাদ, মাদক পাচার, মানব পাচার, সাইবার অপরাধ ইত্যাদি মোকাবেলা করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions