'ফরমোজা' কোন দেশের পুরাতন নাম?

A চীন

B তাইওয়ান

C ফিলিপাইন

D জাপান

Solution

Correct Answer: Option B

• তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দেশ।
• সাধারণত প্রজাতন্ত্রী চীন-শাসিত এলাকা বোঝাতেও "তাইওয়ান" ব্যবহৃত হয়।
• প্রজাতন্ত্রী চীন প্রশান্ত মহাসাগরের তাইওয়ান দ্বীপ, অর্কিড আইল্যান্ড, শাসন করে থাকে।
• 'ফরমোজা' তাইওয়ানের পুরাতন নাম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions