APEC'র বর্তমান নির্বাহী পরিচালক কে?

A রেবেকা ফাতিমা স্টা মারিয়া

B এডুয়ার্ডো পেড্রোসা

C কার্লোস ভাসকেজ

D চো তাই-ইউল

Solution

Correct Answer: Option B

- এডুয়ার্ডো পেড্রোসা বর্তমানে APEC (Asia-Pacific Economic Cooperation) সেক্রেটারিয়েটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ২০২৪ সালের নভেম্বরে রেবেকা ফাতিমা স্টা মারিয়ার স্থলাভিষিক্ত হন।
- পেড্রোসা এর আগে প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন কাউন্সিলের (PECC) সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করেছেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হল (APEC- Asia Pacific Economic Co-operation)
- এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
- এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
- এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি।

[সূত্র: APEC.org, Bernama]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions