Solution
Correct Answer: Option C
- Theory of Relativity (আপেক্ষিকতার তত্ত্ব) প্রবর্তন করেন আলবার্ট আইনস্টাইন (Albert Einstein)।
এই তত্ত্বের মূল দুটি অংশ আছে—
- Special Theory of Relativity (1905) – যেখানে তিনি আলোর বেগ সর্বদা ধ্রুব থাকে এবং সময়, দৈর্ঘ্য ইত্যাদি পর্যবেক্ষকের গতির ওপর নির্ভরশীল — এই ধারণা দেন।
- General Theory of Relativity (1915) – এখানে তিনি মাধ্যাকর্ষণকে (gravity) স্থান-কাল (space-time) এর বাঁক বা বিকৃতি হিসেবে ব্যাখ্যা করেন।