'International Maritime Security Construct (IMSC) বা বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা জোট' হলো -
A যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট
B রাশিয়ার নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট
C তুরস্ক নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট
D ফ্রান্স নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট
Solution
Correct Answer: Option A
পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটের নাম International Maritime Security Construct (IMSC)।
কার্যক্রম শুরুঃ ৭ নভেম্বর, ২০১৯
বিষয়বস্তুঃ পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল ও পণ্যবাহী জাহাজের সুরক্ষা নিশ্চিত করা।
এর সদরদপ্তর বাহরাইন,
এর সদস্য দেশঃ বাহরাইন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র