None but___brave deserve____fair.
Solution
Correct Answer: Option B
- এটি একটি বিখ্যাত প্রবাদ বা উক্তি (John Dryden-এর)।
এর গ্রামাটিক্যাল নিয়মটি হলো:
- যখন কোনো Adjective-এর পূর্বে The বসে, তখন সেটি আর Adjective থাকে না; বরং সেটি Plural Common Noun (সমগ্র জাতি বা শ্রেণি) হয়ে যায়।
১ম অংশ: এখানে brave হলো Adjective। এর আগে The বসালে 'The brave' হয়, যার অর্থ ‘সাহসী ব্যক্তিরা’ (Brave people)।
২য় অংশ: একইভাবে fair একটি Adjective। এর আগে The বসালে 'The fair' হয়, যার অর্থ ‘সুন্দরী নারীরা’ বা আলঙ্কারিক অর্থে ‘সম্মানজনক পুরস্কার/প্রাপ্তি’।
অর্থ: একমাত্র সাহসীরাই সুন্দরের (বা পুরস্কারের) যোগ্য।
তাই উভয় স্থানেই the বসবে।