Solution
Correct Answer: Option B
• তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৬ সালের ১০ জানুয়ারি।
• তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ৪ জানুয়ারি থেকে চুক্তির প্রক্রিয়া শুরু হলেও এটি চূড়ান্ত রূপ লাভ করে ১০ জানুয়ারি, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি।
• এই চুক্তি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে এবং উভয় দেশকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করে।
• জাতিসংঘ, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের চাপে তাশখন্দ সম্মেলনে, ভারত ও পাকিস্তানকে তাদের পূর্বের চুক্তির বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করা হয়—এক এ অপরের জয়যুক্ত অঞ্চলগুলি ছেড়ে দিতে এবং কাশ্মীরের ১৯৪৯ সালের যুদ্ধবিরতির সীমান্ত চুক্তি মেনে চলা।
• চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সেই কসিগিন।
• এই চুক্তির ফলে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয় এবং যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়।
• তাশখন্দ চুক্তি স্বাক্ষরের পরপরই পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান ও ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী একসঙ্গে যৌথ বিবৃতি দেন।
• উল্লেখ্য, চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরেই ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যা ইতিহাসে একটি আলোচিত ঘটনা।