তাসখন্দ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

A রাশিয়া

B উজবেকিস্তান

C ভারত

D পাকিস্তান

Solution

Correct Answer: Option B

• তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৬ সালের ১০ জানুয়ারি।
• তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ৪ জানুয়ারি থেকে চুক্তির প্রক্রিয়া শুরু হলেও এটি চূড়ান্ত রূপ লাভ করে ১০ জানুয়ারি, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি।
• এই চুক্তি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে এবং উভয় দেশকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করে।
• জাতিসংঘ, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের চাপে তাশখন্দ সম্মেলনে, ভারত ও পাকিস্তানকে তাদের পূর্বের চুক্তির বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করা হয়—এক এ অপরের জয়যুক্ত অঞ্চলগুলি ছেড়ে দিতে এবং কাশ্মীরের ১৯৪৯ সালের যুদ্ধবিরতির সীমান্ত চুক্তি মেনে চলা।
• চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সেই কসিগিন।
• এই চুক্তির ফলে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয় এবং যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়।
• তাশখন্দ চুক্তি স্বাক্ষরের পরপরই পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান ও ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী একসঙ্গে যৌথ বিবৃতি দেন।
• উল্লেখ্য, চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরেই ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যা ইতিহাসে একটি আলোচিত ঘটনা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions