বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়—

A কোলকাতায়

B ঢাকায়

C ভুটানে

D নেপালে

Solution

Correct Answer: Option D

- ১৯০৭ সালে নেপালে প্রাপ্ত পুথিঁতে নাম ছিল ‘চর্যাচর্য বিনিশ্চয়’ ।
- টীকাকার মনিদত্তের মতানুসারে এর নাম ‘আশ্চর্য চর্যাচয়’।
- ড: প্রবোধচন্দ্র বাগচী এই দুই নাম মিলিয়ে ‘চর্যাশ্চর্য বিনিশ্চয়’ করার পরিকল্পনা করেছিলেন।
- আধুনিক পণ্ডিতদের মতে এর নাম ‘চর্যাগীতিকোষ’। আর ১৯১৬ সালে প্রকাশিত চর্যার নাম ‘হাজার বছেরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions