Solution
Correct Answer: Option A
তামার বিষ বাগধারার অর্থঃ অর্থের কুপ্রভাব।
কিছু গুরুত্তপুর্ণ বাগধারাঃ
- 'বিড়াল তপস্বী', 'বক ধার্মিক' বাগধারার অর্থ ভণ্ড সাধু,
- 'তুলসী বনের বাঘ' বাগধারার অর্থ ভণ্ড।
- ভূষন্ডির কাক বাগধারার অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
- 'মুণ্ডুপাত করা' বাগধারার অর্থ গালমন্দ করা,
- 'ভক্তবিটেল' বাগধারার অর্থ ভণ্ড।
- অদৃষ্টের পরিহাস বাগধারার অর্থ ভাগ্যের নিষ্ঠুরতা।
- ছা-পােষা বাগধারার অর্থ পোষ্য- ভারাক্রান্ত
- উড়নচণ্ডী বাগধারার অর্থ অমিতব্যয়ী
- 'ভুসিমাল' বাগধারার অর্থ বাজে জিনিস,
- 'তালপাতার সেপাই' বাগধারার অর্থ অতিশয় দুর্বল।