মর্সিয়া-কি?

A আগমনী গীতি

B শোকগীতি

C ধর্মগীতি

D পল্লীগীতি

Solution

Correct Answer: Option B

'মর্সিয়া 'শোকগীতি ।'মর্সিয়া ' শব্দের অর্থ শোক প্রকাশ করা ।দু জন উল্লেখযোগ্য 'মর্সিয়া সাহিত্য রচনাকারী হলেন -দৌলত উজির বাহরাম খান ও শেখ ফউজুল্লাহ ।শেখ ফয়জুল্লাহ 'মর্সিয়া সাহিত্যের আদি কবি ।এই কবি নাথ সাহিত্যও রচনা করেন ।নাথ সাহিত্য হল শিব উপাসক একশ্রেণীর ধর্মপ্রচারক সাহিত্য ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions