The king ________ the throne and became a hermit.
Solution
Correct Answer: Option B
abdicated হলো একটি ইংরেজি ক্রিয়া (verb) যা বোঝায় সিংহাসন বা ক্ষমতা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা। প্রশ্নে বলা হয়েছে, "The king ________ the throne and became a hermit." এই বাক্যে, "abdicated" ব্যবহার করলে অর্থ হয়, "রাজা সিংহাসন ত্যাগ করে সন্ন্যাসী হলেন।" বাক্যের প্রসঙ্গ অনুযায়ী, abdicated ব্যবহার করাই সঠিক উত্তর।
=============
abolished-বিলুপ্ত
abated-মন্দীভূত
adorned-সজ্জিত