কোন জাতীয় শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার হয়?

A লোকজ শব্দে

B দেশি শব্দে

C বিদেশি শব্দে

D তৎসম শব্দে

Solution

Correct Answer: Option D

বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়ােজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়ােগ রয়েছে। যে-সব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। 

কতোগুলো শব্দে স্বভাবতই ষ হয়।
যেমন-
আষাঢ়, ঊষা, ঊষর, ঔষধ, ঔষধি, কলুষ, কোষ, পোষণ, পৌষ, ভাষা, ভাষ্য, ভাষণ, ভূষণ, মানুষ, রোষ, তোষণ, দ্বেষ, পাষন্ড, পাষাণ, শোষণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions